
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বসন্তে শিলাবৃষ্টি শহরে। ভরা বসন্তের মাঝে শীতের অনুভূতি ছিল বুধবার থেকেই। হাওয়া অফিসের তরফে আগেই জানা গিয়েছিল, বেলা বাড়লে রোদের দেখা পাওয়া গেলেও, আজও মনোরম আবহাওয়া থাকবে গোটা বাংলায়। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই আকাশের মুখ ভার হয়। বৃষ্টি নামে শহরে। বৃহস্পতিবার দুপুরে নিউটাউন সহ শহরের একাধিক জায়গায় শিলাবৃষ্টি হয়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তাপমাত্রা ১৮ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে।
এর আগে বুধবার সন্ধেয় জানা গিয়েছিল, রেকর্ড গড়ে ফেলেছে চলতি বছরের মার্চ। পরিসংখ্যান বলছে দীর্ঘ ৫৪ বছরের মধ্যে ২০২৪-এর মার্চ মাসের তাপমাত্রা সবথেকে কম সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় দ্বিতীয় স্থানে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.১ ডিগ্রি। যা মার্চের এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা থেকে ১৩ ডিগ্রি কম। ৫৪ বছরে দ্বিতীয় শীতলতম ২০ মার্চ কলকাতায়। পরিসংখ্যান বলছে ১৯৭০ থেকে ২০২৪, এই দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ দশকের সময়কালে এর আগে ২০০৩ সালে মার্চ সাক্ষী ছিল এই ধরনের নিম্নমুখী তাপমাত্রার। ২০০৩-এর ১৩ মার্চ তাপমাত্রা ছিল ২০.০৩ ডিগ্রি। ফের ২০২৪-এর ২০ মার্চ তাপমাত্রা নামল ২১.১ ডিগ্রিতে। উল্লেখ্য, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১
ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের
কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক